বিদ্রোহের কবি আছে যত---
নজরুল তাঁদের থেকে উন্নত শতশত ;
দেখেছি আমি আমার চোখের মতো !
নজরুল তুমি ছিলে রাখাল---------
তোমাকে ডাকতে গিয়ে হই বেসামাল ।
কর্মের ধর্মের ভ্রুকুটি ছিঁড়ে জগৎ জুড়ে ;
সৈনিক হিসেবে দেশ স্বাধীন করে ছিলে বন্দুক ছুঁড়ে ।
কখনো শ্রমিক কখনো মজুর
কখনো ও বা যাত্রাদলের নেতা ,
কখনো আবার কলম হাতে মুক্তির স্বাধীনচেতা ।
দেশ তোমার দেয়নি সম্মান তাই
ভারত আজও স্বীকার বর্বরতার !
যখন চোখ ফেলি ভারতের অলি-গোলী--
শত শত নজরুল ঘুরে ফেরে হাতে ভিক্ষার ঝুলি !
ওরা কি দেবে না ; দুই হাতে তোমার অঞ্জলী ?
Tags:
বাংলা কবিতা
