সারা আকাশ জুড়ে নীলবর্ণ-
পেঁজা-তুলোর মতো মেঘ ভাসছে,
বুঝলাম শরৎ যে এসেই গেছে
আর বেশিদিন নয় মা আসছে॥
শিশিরে ভেজা সবুজ ঘন ঘাসে-
সকালে যখন খালি পায়ে হাঁটি,
মনে হয় আর কদিন মাত্র-
এ যে এক অনন্য অনুভূতি॥
প্রকৃতির শোভা ফুটিয়ে তুলতে
নদীর ধাড়ে দুপাশারি কাশবন,
জানান দেয় মায়ের বার্তা এনেছি-
আর যে ঘরে থাকবে না মন॥
প্রকৃতি জুড়ে এ-এক অন্য আবেগ
শিউলি ফুলের সুবাসে ভরপুর,
কোনায় কোনায় বার্তা দিলো-
মা আসছে, শোনায় বেশ মধুর॥
মিষ্টি রোদ্ মাঞ্জায় ধাড় তোলে
সবখানেতেই ওঠে ভোকাট্টা ধ্বণী,
অপেক্ষা প্রায় শেষের পথে-
শুনবো এবার মহালয়ার বাণী॥
সমস্ত অপেক্ষার অবসানে-
মা এল বাপের-বাড়ি,
তবে আসছে-আসছেই শোনায় ভালো
চারদিন পর সবার চোখ ভারী॥
তোমায় মিষ্টি মুখে দেব বিদায়-
তবে মনের মধ্যে বিষাদ রবে,
এতটুকুই সান্ত্বনা যে-
আসছে বছর আবার হবে॥
Tags:
বাংলা কবিতা