ক্লান্তি এসেছিল নির্জনে তোমারই ক্ষমার গোপনে
একাকী অসহায় দুচোখের নীরবতায়।
মৃত্যু সুখ হৃদয়ে মেখে ভালোবাসা সরিয়ে রেখে
বাঁচি কল্পনায় অসহ্য যন্ত্রনায়।।
ক্ষীণ শরীর রক্ত চোষে মৃত্যু কোষ কন্ঠে বসে
সৃষ্টির উল্লাসে মিথ্যা বিশ্বাসে।
মৃত্যু মিছিল এগিয়ে চলে মোহনা যেন সাগর তলে
মিশেছে উদাসে বন্ধ নিশ্বাসে।।
মন জানে চলে যাব নতুন এক দুনিয়া পাব
সুখের দিশায় প্রেমের আশায়।
পেয়েছি যা হারাব বলে মোর প্রাণ নিয়তির কোলে
শেষ বিদায় নগ্ন ব্যর্থতায় ।।
সবহারা মানুষ গুলো গায়ে মাখা রঙিন ধূলো
প্রদীপ হাতে আঁধার রাতে।
সবার কণ্ঠে শ্বেত মালা আগুন চোখে যাবার পালা
একই সাথে রুগ্ন উত্তাপে।।
Tags:
বাংলা কবিতা