মেঘে মেঘে ভীষণ রেগে
গুড়ু গুড়ু ডাকে;
থমক খেয়ে দেয় চমক
আলো দিয়ে বাঁকে।
কানে লাগে জোড়ে জোড়ে
কড় কড় উচ্চস্বরে;
ভয়ে থেকে গেছে সয়ে
জোরে কেঁপে মরে।
Tags:
বাংলা ছড়া
মেঘে মেঘে ভীষণ রেগে
গুড়ু গুড়ু ডাকে;
থমক খেয়ে দেয় চমক
আলো দিয়ে বাঁকে।
কানে লাগে জোড়ে জোড়ে
কড় কড় উচ্চস্বরে;
ভয়ে থেকে গেছে সয়ে
জোরে কেঁপে মরে।