ভয় : দেবব্রত মাজী


 

  মেঘে মেঘে ভীষণ রেগে

        গুড়ু গুড়ু ডাকে;

   থমক খেয়ে দেয় চমক

      আলো দিয়ে বাঁকে।

কানে লাগে জোড়ে জোড়ে

      কড় কড় উচ্চস্বরে;

    ভয়ে থেকে গেছে সয়ে

       জোরে কেঁপে মরে।

Post a Comment

Previous Post Next Post