নমস্কার,
ঐতিহ্য পত্রিকা - কবিতা গল্প প্রকাশের অনলাইন মাধ্যম। এই পত্রিকা আমার, আপনার, সকল সাহিত্য প্রেমী মানুষের, সমস্ত বাংলাভাষী ও বাংলাপ্রেমী মানুষের। ২০২১ এর জুন মাস থেকেই শুভ সূচনা এই পত্রিকার। এই পত্রিকায় বাংলা ভাষাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তার সাথে সাহিত্যিকদের ছোটো বড় অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। জানার ও জানানোর ইচ্ছা থেকেই এই পত্রিকার চলা শুরু। সাধারনের মধ্য থেকে অসাধারণত্ব কে বের করে আনাই এই পত্রিকার উদ্দেশ্যে।
বাংলার ঐতিহ্য : বাংলার ঐতিহ্যমণ্ডিত কোনও স্থান ভাস্কর্য শিল্প ভবন বৃক্ষ ব্যক্তি অথবা যে কোনও রকম সৃষ্টি কে এই বিভাগের মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যে কোনও সাহিত্যিক এই বিষয় নিয়ে লিখতে পারেন। পাঠকের কাছে এটি গুরুত্বপূর্ণ বিষয় হবে বলে আশা করি।
বাংলা কবিতা : কবিতা সাহিত্যের শ্রেষ্ঠ। কবিতার মধ্যে দিয়ে বিভিন্ন প্রকার কবিতার ধারা ও ছন্দের নতুন সৃষ্টি ও নব জাগরনের সন্ধান করা হয়েছে। ছন্দময় পৃথিবীর প্রয়োজন আছে। কবিতা প্রতিবাদের অস্ত্রও।
বাংলা গল্প : গল্প সাহিত্য সৃষ্টির একটি অঙ্গ। প্রতিবাদের গল্প প্রেমের গল্প হার থেকে জেতার গল্প কল্পনায় মন ভাসানো গল্প বিরহের গল্প লড়াইয়ের গল্প অনুপ্রাণিত গল্প ভুতের গল্প অসমাপ্ত গল্প অপরিনত গল্প ইতিহাসের গল্প জীবনের গল্প। মুহূর্তকে মুষ্টিবদ্ধ করাই গল্প।
বাংলা উপন্যাস : গল্পের গতি যখন অসীমের পথে। সামাজিক বা রাজনৈতিক। সৃষ্টির আদি থেকে অন্ত। মহাশূন্যে যখন সাহিত্যের অবাধ বিচরণ। সাহিত্যের মূল্যবান সম্পদ।
বাংলা প্রবন্ধ : একজনের জ্ঞানকে সকল পাঠকের মধ্যে বিতরণ করাই এই বিভাগের উদ্দেশ্য। অপরদিকে সকল মানুষের সাহিত্য সৃষ্টির ক্ষমতাকে প্রভাবিত করার চেষ্টা।
ভ্রমণ কথা : আনন্দ বিতরণ করলে আনন্দ বারে। এই বিভাগের মধ্যে দিয়ে যেমন পর্যটন স্থানের সম্পর্কে নিখুঁত জ্ঞান অর্জন সম্ভব তেমনই ভালোলাগার দৃষ্টিকোণ মানসিক বিকাশে সাহায্য করবে আশা রাখি।
শিল্পী ও শিল্প : এই বিভাগের মধ্য দিয়ে যে কোনো শিল্পী মানুষের ব্যক্তি জীবন ও তার শিল্প কর্ম সম্পর্কে জানা যাবে। অনেক শিল্প ও শিল্পী জনপ্রিয়তার আড়ালে থেকে যায়। শিল্পীর শিল্পকর্মকে স্মরনীয় করে রাখাই এই পত্রিকার উদ্দেশ্যে।
অনুভূতির চার অক্ষর : অনেক মনের কথা থাকে যেগুলি কবিতা বা গল্প হয়ে ফুটে ওঠার আগেই ২-৪ লাইনে শেষ হয়ে যায় বেনামী নামে রংহীন হয়ে। অনুভূতির এই রকম লেখাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে।
চিঠিপত্র : ধীরে ধীরে চিঠিপত্রের দিন প্রায় শেষ হয়ে আসছে। ওপারের মানুষ আর দিনের পর দিন অপেক্ষা করে না খবর নেবার জন্য। পৃথিবী অনেক দ্রুত ছুটে চলেছে। তাই অনেক কিছু পিছনে ফেলে আসতে হয়। আমরা এই বিভাগের মধ্যে দিয়ে চিঠির ধরনকে ধরে রাখতে চাই।
কবিগান : কবিগান কি তা সকলেই জানেন। এই বিভাগের মধ্যে দিয়ে সাহিত্যিকদের ছন্দ শক্তি ও লেখার ক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এই পত্রিকা সকলের। এক উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু হলেও এক জায়গায় থেমে থাকবে না। সকল কবি সাহিত্যিকদের ও পাঠকদের কাছে একান্ত অনুরোধ আপনাদের মূল্যবান মতামত জানাবেন যাতে এই পত্রিকা বৃহৎ থেকে বৃহত্তর হয়ে উঠতে পারে 🙏🙏🙏।
সম্পাদক