সুখের খোঁজ : সুলতান আশরাফী


 


কতটুকু পেলে মানুষ নিশ্চিন্ত হতে পারে 

নিশ্চিত জীবন নিয়ে ভুলে থাকে দুঃখ 

না পাওয়ার যন্ত্রণা ঘুচে যায় 

কমে আসে উচ্চ রক্তচাপ বুদ্ধির বিকার?

নিশ্চিত কেউ হতে পারে কখনো কোনদিন 

অনাগত ভবিষ্যতের প্রতিটি পর্বে কি রবে

কি সব সূত্রে সমাধান আসবে জটিল ধাঁধার

কোন রঙে রাঙিয়ে যাবে জীবনের পাতা

তখন কি সত্যি অসামান্য হয়ে উঠবে

থরে থরে সাজানো সজীব ফুলের বাগান 

নাকি আবারও নতুন কোন স্বপ্ন এসে কেড়ে নিয়ে

যাবে সব অবসর বিকেলের পুরোভাগ।


নতুন এক অনিশ্চিত খবরের আশায় 

একটি একটি করে কাটবে মুহূর্তের বলয়

নাকি অন্য কোন পৃথিবীতে হবে বসবাস 

যখন সব চেনা মুখের ভিতর অচেনা রূপ 

অচেনা আচরণ করে দিবে সত্যি অবাক 

আবারও নতুন করে গোছাতে হবে 

নতুন নতুন অভিজ্ঞতা আর মানসিক চাপ?


কতটুকু পেলে মানুষ নিশ্চিত জানে 

নিশ্চিত কাটাতে পারে পুরোটা জীবন 

সে এক বিস্ময়কর অভিজ্ঞতা 

যে খুব সহজে ছেড়ে দেয় যা লেগে থাকে 

চিন্তার মতো মাথার খুলিতে চোখের কিনারে 

যে খুব সহজে এড়িয়ে চলে বহু মানুষের সঙ্গ

যে জেনে গেছে ভালো থাকার মতো  

আর দ্বিতীয়টি নেই জরুরি বিষয়

যে জেনেছে মনের এ চাওয়া অন্তহীন।


মূহুর্তের প্রতিটি পর্বে জুড়ে রয়েছে হাজারো কৌশল  বেঁচে থাকার এক প্রবল অভিনয়

রঙধনুর সাত রঙ সে এক আলোর বিক্ষেপণ 

হীরকের উজ্জ্বলতা সে তো আলোর খেলা মাত্র 

কোটি কোটি প্রকৃতির স্বাভাবিক সত্য আসলে সত্য নয় 

অসমাপ্ত সুখের খোঁজের মতোই মিথ্যে অভিযান।

1 Comments

Previous Post Next Post