লেখক পরিচিতি : প্রবীর মুখার্জী


বীরভূম জেলার একটি অখ্যাত গ্রাম আলিতোড়-এ লেখকের জন্ম। পিতা স্কুল শিক্ষক শিবশঙ্কর মুখার্জী ও মাতা প্রতিভা রানী মুখার্জী-র কনিষ্ঠ পুত্র। ছোট থেকেই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, নাটক, যাত্রা ও লেখালেখির প্রতি আকর্ষণ ছিল। গ্রামে থাকাকালীন কোনোকিছুই সেভাবে দানা বাঁধেনি। পরবর্তী কালে ব্যবসায়িক সূত্রে গ্রাম থেকে পাঁচ-ছয় কিলোমিটার দূরে আমোদপুর শহরে পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন। বিভিন্ন নাট্য দলের সাথে যুক্ত হয়ে চলতে থাকে নিয়মিত নাট্য চর্চা ও অভিনয়। পরবর্তীতে নবজাগরণ নাট্য সেনা নামে একটি নাটকের দল গঠন করে সেখানেই এখন চলছে নাটক, যাত্রার পাশাপাশি নিয়মিত সাহিত্য চর্চা। আঞ্চলিক কবি বন্ধু শিবনাথ ব্যানার্জীর অনুপ্রেরণায় আবার নতুন করে লেখালেখি শুরু করেন। এযাবৎ বহু পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে।মেমেন্টো, পদক,শংসাপত্র পেয়ে আমি উৎসাহিত হয়েছি। বর্তমানে কবিতা, গল্পের পাশাপাশি চলছে উপন্যাস লেখার কাজ।






Post a Comment

Previous Post Next Post