ক্ষনিকের তরে আসিয়াছি মোরা
ক্ষনিকের পরিচয়
ফুরাইলে সময় যাইব চলিয়া
দেখিব না আর নয়ন মেলিয়া
সকলে মিলিয়া করিবে ক্রন্দন
কাটাইয়া যাইব সকল বন্ধন
সাথী হইবে কেহ শেষ যাত্রায়
কেহ বা গৃহেতে রহিবে
উচ্চঃস্বরে কেহ বিলাপ করিবে
কেহ বা কাঁদিবে নীরবে
স্মৃতি হইয়া রহিব দেওয়ালে
মালাখানি মোর পরাইবে গলে
হইব তখন শুধুই ছবি
দেখিব না আর ভোরের রবি।
Tags:
বাংলা কবিতা
