প্রাইভেসি পলিসি


কোনও রকম আর্থিক লেনদেন নেই তাই কোনও ভাবেই ব্যাঙ্কের নথিপত্র চাওয়া হবে না।  
যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর, লেখকদের নাম  - এই দুটি তথ্য রেখে দেওয়া হবে লেখকদের অনুমতি নিয়েই। অন্য কোনো তথ্য সংরক্ষণ করা হবে না। 
পাঠকদের কোনো তথ্য রাখা হবে না। 
কোনোভাবেই মোবাইল ওটিপি চাওয়া হবে না। এই প্লাটফর্মে লেখার জন্য টাকা দেওয়া বা নেওয়া হবে না। 
নির্দিষ্ট মোবাইল নম্বর ছাড়া অন্য কোনো মোবাইল নম্বর থেকে ফোন করে কোনো তথ্য নেওয়া হবে না। 
ইমেইল করে কোনো তথ্য চাওয়া হবে না। 
অন্যের লেখা কেউ নিজের নামে প্রকাশ করলে উপযুক্ত প্রমাণ পেলে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
লেখার বিষয়, শব্দ শৈলী ও বানান সম্পূর্ণ লেখকের সম্পদ। বিষয়বস্তু, শব্দ শৈলী ও বানান নির্বাচনে ঐতিহ্য পত্রিকা কোনোভাবেই দায়বদ্ধ নয়। এই পত্রিকা লেখা প্রকাশের মাধ্যম মাত্র। 
সমস্ত সাহিত্যিকদের ও পাঠকদের মূল্যবান মতামত একান্ত কাম্য 🙏🙏। 

সম্পাদক


Post a Comment