লেখা পাঠান

১. এটি গল্প কবিতা প্রবন্ধ প্রকাশ করার অনলাইন প্লাটফর্ম। কোনো প্রিন্টেড পত্রিকা নয়। লেখার জন্য কোনো রকম আর্থিক লেনদেন করা হয় না। 

২. ২০২১ এর জুন মাস থেকে যাত্রা শুরু। প্রধান উদ্দেশ্য বাংলা ভাষাকে ও সাহিত্যিককে অধিক গুরুত্বের মধ্যে দিয়ে একটি সাহিত্য পরিবার গড়ে তোলা।।

৩. যে কোন সহায়তা, আবেদন ও পরামর্শের জন্য যে কোন সময় ৭৬৭৯২৯৪৭৫১ এই নম্বরে যোগাযোগ করা যাবে। 

৪. প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে ৭৬৭৯২৯৪৭৫১ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে লেখা পাঠাতে পারবেন।। সেই মাসের ১০ তারিখের পর ঐতিহ্য পত্রিকা প্রকাশ করা হবে।। প্রতি পর্বে যাঁরা লিখবেন তাঁদের মধ্যে থেকে কিছু জন সাহিত্যিককে বেছে নেওয়া হবে বছরে একবার, যাঁদের বছরে একবার একটি করে সম্মাননা পত্র ( হার্ড কপি) দেওয়া হবে।। প্রতি পর্বে প্রত্যেক সাহিত্যিককে একটি করে সম্মাননা পত্র প্রদান করা হবে (সফট কপি)।।

৫. প্রকাশিত লেখা দেওয়া যেতে পারে। তবে লেখার নাম ও সাহিত্যিকের নামের কোনো পরিবর্তন চলবে না। প্রকাশিত লেখার একটি স্ক্রিনশট দিতে হবে। 

৬. প্রতিযোগিতা মূলক লেখাই যে কেউ অংশ নিতে পারেন। 

৭. সকলকে অ্যাক্টিভ থাকতে হবে। সম্প্রীতি বজায় রাখতে হবে। যেকোনো পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। 

৮. সব রকম আপডেটের জন্য ' লেখা পাঠান' বিভাগ ফলো রাখতে হবে।

৯. নিজস্ব সাহিত্য, সাহিত্যিকের অমূল্য সম্পদ। লেখার বিষয়, শব্দ শৈলী ও বানান পত্রিকা দ্বারা কোনোটাই পরিবর্তন হবে না। তাই এই তিনটি বিষয় নিয়ে লেখকদের সতর্ক থাকার জন্য অনুরোধ।। 

১০. এটি একটি সাহিত্য পরিবার। পরিবার ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো কার্যকলাপ হলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো সমস্যা, প্রয়োজন, অভিযোগ, পরামর্শ সব কিছুতেই তৎপরতার সাথে গুরুত্ব দেওয়া হবে। 

১১. লেখা প্রকাশ করার ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার এড়িয়ে চলবেন, একান্তই ছদ্মনাম ব্যবহার করলে তার সাথে আসল নাম ব্যবহার করবেন।। এছাড়াও একান্তই ছদ্মনামে লিখতে ইচ্ছুক হলে ১ টি দৈনিক পত্রে প্রকাশিত লেখা ও ছদ্মনাম সহ প্রমাণ দিতে হবে।।  

১২) ঐতিহ্য পত্রিকা ব্লগে কবিতা পাঠাবেন না।। বাকি যে কোনও বিভাগে লেখা পাঠাতে পারেন।।

সকলের মতামত সাদরে গ্রহণ করা হবে 🙏🙏।। 


সম্পাদক

Post a Comment