মাথার উপর নীল আকাশটা উন্মুক্ত আবেগ ভরা,
তারই মাঝে তুলোর মত মেঘের দল,
বাধন মুক্ত, অবিন্যস্ত, ছন্নছাড়া;
বারংবার মেঘ ছুঁয়ে যায়,
খুব আদরে আহ্লাদীত মনের ভিতর।
মাঝে মাঝে তাদের ভিতর অভিমানের রেশ জমে যায়
স্তূপাকারে, চোখ নামিয়ে, মুখ গুঁজে দেয়, চুল এলিয়ে; ভালোবাসাও জাহির করে নিঃশব্দে।
আকাশ আবার দুষ্টুমিটা ভালোই পারে, হঠাৎ
করেই এক গোছা রোদ দেয় ছড়িয়ে;
মেঘের মনেও মেঘ কেটে যায় খুব সহজে।
একটা দুটো পাতা ঝরা বিকেল শেষে,
অস্তমিত রাঙা আভা শরীরে মেখে,
আকাশ মেঘের আদর চলে রমরমিয়ে।
দেবদারু তাল মেহগিনি মাথায় মাথায়,
লুটোপুটি হাওয়ার তালে মাতছে খেলায়।
এক একজনের বাড় বেড়েছে ভীষণ রকম,
তরতড়িয়ে যাচ্ছে বেড়ে, আকাশ ছোঁয়ার ইচ্ছে চরম।
হঠাৎ করেই আকাশ কথা ভাঙলো যখন,
মেঘকে ছাড়া নিজের বুকের খুলল বোতাম।
ব্যাপ্তি নীলে চওড়া বুকে লাগছে দারুণ!
মেঘ মুক্ত নীল আকাশটা অন্যরকম...
অভিমানী মেঘের মনে চড়লো পারদ,
দু-একটা দিন নীল আকাশটা ছিল ভরম।
স্তরে স্তরে কালো মেঘের জমলো পাহাড়,
রোদ ওঠেনা সারাদিনের মেঘলা সফর।
টিপ টিপিয়ে বৃষ্টি যখন পড়লো ঝরে, মান ভাঙলো,
আকাশ নিলো জড়িয়ে মেঘ খুব আদরে।
