তোমার আগমন : পার্থ বাগ্দী



 

মা তুমি মাতৃরূপে নারী মহামায়া দুর্গা।

কন্যা কুমারী তুমি যে মাগো আর্য্যা।

কখনো সাধ্বী তুমি কখনো সতী

 কখনো ভাব মোচনী পুরুষাকৃতি।


তুমি যে অপরুপে রত্ন প্রিয়া 

সর্বগুণী তুমি আছো মা জয়া।

দশোভূজা ত্রিনয়নী মঙ্গলকারিণী

 ধর্ম পালনকারী অধর্ম বিনাশিনী।


 পাপ হারিনী তুমি শতেক রুপিনি 

অসুরবিনাশিনী তুমি বলপ্রদায়িনী ।

শরতের আবির্ভাবে মর্তে তোমার আগমন

মানব প্রাণে  ছড়ালে তুমি খুশির সঞ্জীবন।


মা দুর্গার তোমার আগমন....।



Post a Comment

Previous Post Next Post