- কাউকে মন দেওয়ার আগে, কারুর মন নেওয়ার আগে যোগ্যতা বিচার করে নিও!
- অকারণে, অকাতরে ছড়ায় প্রেমধন ।।। প্রকৃতি, পশু, শিশু – মাত্র এই তিনজন!
- মৃত্যুকে নয়, আলিঙ্গন করো জীবনকে! না হয় সে হোক নতুন এক জীবন, এক নতুন জীবন, নতুন জীবন এক, এক জীবন, যা সম্পূর্ণ নতুন!
- অদৃশ্য বুলেটে ঝাঁঝরা হয়ে গেছে বুকের দেওয়াল। বুকের কুঠুরিতে লুকিয়ে থাকা স্বপ্নপাখিগুলো দেখছে তাই আশার আলো, শুনছে আকাশের আহ্বান। ওড়ার জন্য তৈরি হচ্ছে, ঝাপটাচ্ছে ডানা!
- চোখ থেকে জল ঝরে গেছেl স্বপ্নগুলো সত্যি হয়ে গেছেl চোখ জুড়ে এখন আছো – তুমি, তুমি, তুমি আর তুমি – শুধু তুমি, শুধু তুমি!
- মৃত্যুকে দূরসম্পর্কের আত্মীয় বলে মনে হয় আজ কাল, জীবনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে, বেড়েই চলেছে - প্রতিদিন একটু একটু করে!
- তোমার অস্তিত্ব, তোমার উপস্থিতি যার মনে হীনমন্যতার জন্ম দেয় , তার চেয়ে বেশি বিপদজনক আর কেউ বা কিছু হতে পারে না! জেনে রাখো!
- দিলে তোমার কমবে না কিছুই, কিন্তু বাড়বে অনেক কিছু, অনেক কিছু! দাওনা একটু, দিয়ে দেখইনা - একটু খুশি কাউকে!
- সাফল্যের নয়, গৌরবের চরণে উৎসর্গীকৃত হয়েছে আমার জীবন!
- গেছে অনেকে, সবাই যাবে, এক না একদিন - না ফেরার দেশে! আছে অনেকে, থাকবে সবাই - একদিন শুধুই স্মৃতির ঢেউয়ে ভেসে।
- যে তোমাকে ঈর্ষা করে, তার ঈর্ষা তার শত্রু, তোমার নয়! আর, তার প্রতি তোমার বিদ্বেষপরায়ণ মনোভাব তোমার শত্রু, সে নিজে তোমার শত্রু নয়!
Tags:
অনুভূতির চার কথা