হিয়ার মাঝে : শান্তনু রায়


 (১) 

নীল রঙেরই আকাশ জুড়ে বৃষ্টি নামে রোজ
ঠান্ডা হাওয়া জানলা দিয়ে নিচ্ছে তোর খোঁজ
সকাল জুড়ে মন কেমনের ঠান্ডা লাগা জ্বর
তোর মন কার্নিশেই আছে আমার ভাঙা ঘর
হাতটি তোর ভীষণ নরম জড়িয়ে ভীষণ সুখ
রাত্রি জাগা কাজল চোখ মায়ায় ভরা মুখ
গদ্যে গাঁথা কথার খনি ছড়িয়ে হাজার বই
হৃদয় ছাদে বৃষ্টি মাখিস তবু স্বপ্ন দেখলি কই


(২) 


Post a Comment

Previous Post Next Post