আকাশের চাঁদ হয়ে ওঠো : পরেশ নাথ গরাঁই


 ।

আকাশের চাঁদ হয়ে ওঠো

বাগিচার ফুল হয়ে ফটো

    সন্দর এই পৃথিবী  'পরে।

চাঁদের আলোয় ফুলের ভালোয়

জাগাও প্রেম অন্তরে অন্তরে।।

জ্যোৎস্নায় দূর কর মনের আধাঁর

সুগন্ধে মাতাও, মন সবাকার

দূর কর হিংসা আগুন

নয়ন জলে সিক্ত করে।।

সকলের মনে , আছে কত আশা

তা সবে লালন কর দিয়ে ভালবাসা

দূর কর সব ব্যথার জ্বালা

গান গেয়ে এই প্রেমের সুরে।।

কেউবা দূরে, কেউবা কাছে

ভুল বুঝে কেউ সরিয়া আছে

সবাই এসো কাছে কাছে

বাঁধতে বাসা একই ঘরে।।

Post a Comment

Previous Post Next Post