প্রিয় বন্ধু : তাপস দাস


 

প্রিয়,

       মিংমা,কেমন আছিস রে তুই? ব্যস্ততার মাঝে অনেক দিন তোকে ফোন করা হয়নি, খোঁজও নেওয়া হয়নি। আজ বিকেলে খুব বৃষ্টি হলো,অফিস ছুটির পরও বের হতে পারিনি। জানালায় তাকিয়ে বৃষ্টি দেখলাম আর মনে পড়ে গেলো পাহাড়ের কোলে কাটানো আমাদের শৈশবের কথা।

ঐ সেই বার যখন প্রচণ্ড বৃষ্টিতে পাহাড়ে ধস নামে! পাহাড়ি রাস্তা ভেঙে বিকট শব্দে বর্ষণের ন্যায় পড়ে পর্যটকদের গাড়ির উপর, আমরা তখন নিকটে অন্য একটি পাহাড় চূড়ায় তোর দাদুর বাড়িতে বসে পাহাড়ি গান গাইছিলাম।

ধস নামতে দেখে আর কোলাহলে এক মুহূর্তে আমরা ছুটে যাই উদ্ধার কাজে।তোর দাদু প্রশাসনের ফোন করে। তুই ছিলিস আমাদের মধ্যে সব চেয়ে ডানপিটে, সাহসী।

জীবন বাজি রেখে আমরা আটকে পরা মানুষদের উদ্ধারের চেষ্টা করছি। হঠাৎ পাহাড় থেকে এক বিশাল জলরাশি নেমে এসে তোকে নিয়ে আচড়ে পরে অনেকটা নিচে।

কোমরে মারাত্মক আঘাত। তার পর !

সরকারি আর্থিক পুরষ্কার দিয়েছে।

কিন্তু যেই তোর দেশবিদেশে ছুটে বেড়ানোর স্বপ্ন ছিল সেই তুই চিরতরে চলনশক্তি হীন।

আজ নিজেকে খুব অপরাধি মনে হচ্ছে। নিজের জীবন নিয়ে আজ এতটাই ব্যস্ত যে দেখা করতে যাওয়া দূর থাক ঠিক মতো খবরও নিতে পারিনা।

ছুটে অফিস থেকে বেড়িয়ে বৃষ্টি ভিজে নিলাম।

আজ বার বার মনে আসছে পাহাড়ের কোলে সেই বৃষ্টি ময় দিন গুলির কথা।

পারলে আমায় ক্ষমা করিস।

                            ইতি,

              তোর অযোগ্য বন্ধু

                         পেমাং



Post a Comment

Previous Post Next Post