শিয়াল তুমি অতি চালাক মিথ্যা তো নয়।
বনের মধ্যে বাস করো হুক্কা হুয়া কউ।
ছোট ছোট হ্যাঁস মুরগি মুখে নিয়ে পালাও
ভয়ে আমি ধরতে পারিনি চিৎকার করে সারাও।
Tags:
বাংলা ছড়া
বনের মধ্যে বাস করো হুক্কা হুয়া কউ।
ছোট ছোট হ্যাঁস মুরগি মুখে নিয়ে পালাও
ভয়ে আমি ধরতে পারিনি চিৎকার করে সারাও।