আমাদের বাড়ির ছোট্ট পুসি
মাছ ধরতে গেলো,
পুকুরে ছিপ ফেলে পুসি
একটা মাছ পেলো।
ছোটো বড়ো যাই হোক
মাছ ধরেছে পুসি,
এবার মজায় সেটা খাবে
ভেবেই বেজায় খুশি।
বড়শি থেকে মাছটা খুলে
মজা করে খায়,
খাওয়া শেষে ঢেকুর তুলে
বাড়ি ফিরে যায়।
Tags:
বাংলা ছড়া
আমাদের বাড়ির ছোট্ট পুসি
মাছ ধরতে গেলো,
পুকুরে ছিপ ফেলে পুসি
একটা মাছ পেলো।
ছোটো বড়ো যাই হোক
মাছ ধরেছে পুসি,
এবার মজায় সেটা খাবে
ভেবেই বেজায় খুশি।
বড়শি থেকে মাছটা খুলে
মজা করে খায়,
খাওয়া শেষে ঢেকুর তুলে
বাড়ি ফিরে যায়।