কর্তব্য : অভিজিৎ দত্ত


 

সব মানুষই জীবনে 

বাঁচতে চাই 

কিন্ত কেন কোনো ভাল কাজে

আগ্রহ নাই?


মানব জন্ম দুর্লভ জন্ম 

যা মানুষ একবারই পাই

তাহলে একে ভালো কাজে লাগাতে 

কেন মানুষের আগ্রহ নাই?


উৎসবে,অনুষ্ঠানে কিংবা বিনোদনে

নিজেদের বিলাস-ব্যসনে 

মানুষ দেদার খরচ করে

একটুকুও খরচ করা যায় না

অসহায় মানুষের কল্যাণে?


আসলে প্রকৃত শিক্ষার 

অভাব আজ সর্বত্র 

ধর্ষণ, ইভটিজিং এর মতো ঘটনার

আজ তাই এতো বাড়-বাড়ন্ত। 


গুরুজনদের করে না শ্রদ্ধা

নিজেদেরই ভাবে সবজান্তা

সমাজে এইভাবেই বিশৃঙ্খলা বাড়ে 

সমাজ এইভাবেই শেষ হবে

খারাপ মানুষের অনাচারে।

Post a Comment

Previous Post Next Post