বলি ও সুবাসি ......
শোন না তোর দাদার কীর্তি.....
বলি বুড়ো বয়সে এ কেমন ভীমরতি...
চাল নেই এককণা হাঁড়িতে.....
সতীন আনবে নাকি বাড়িতে.....
আমি কি করি! কি করি! জ্বলে পুড়ে মরি!
গলায় দিয়ে মরি
দেনা গাছা দড়ি ।
এতকাল খেটে মরনু......
সারারাত জেগে রইনু......
কালি পরলো হাঁড়ে ...
ও..সুবাসি ! বোঝা তোর দাদারে .....
সতীন কাঁটায় মারবো ঝাঁটা .....
টিঁকতে দেবো না। না না ঘরে নেব না.....
তোর দাদার প্রেমে হাবুডুবু .....
তারে আমি ছাড়তে পারবো না .....
তারে ছেড়ে যাবো না....
Tags:
বাংলা গান