টাপুর টুপুর
বৃষ্টি দুপুর
কথার নূপুর বাজে,
আষাঢ় মধুর
ছন্দ যাদুর
বাদল বরষ সাজে।
দোদুল দুল
কদম ফুল
পরান খুশি দোলে,
এলো চুল
বৃষ্টি দুল
আকাশ বুকের কোলে।
গুর গুর
মেঘের সুর
জল তরঙ্গ বাজে,
বহু দূর
ছড়ায় সুর
নৃত্যে ঋতু সাজে।
কিশলয়
সবুজময়
শাখায় শাখায় ভরে,
পরিচয়
কথা হয়
হাওয়ার সুরে সুরে।
নিত্য দিন
রিম ঝিম
ঝরে বৃষ্টি ঝরে,
বৃষ্টি দিন
গীত রঙিন
মেঘের মল্লারে।
ঘুম ঘুম
চোখের কোণে
ঝুম ঝুম
বৃষ্টি স্নানে,
অজস্র স্বপ্ন নামে ---
সবুজ ভরা খামে।
Tags:
বাংলা ছড়া