স্বপ্ন পূরণের অঙ্গীকার :: শুভদীপ সাহা


 বিভাগ - চিঠিপত্র

শুভদীপ সাহা

তারিখ - ০৩/০৬/২০২৩

-----------------------


প্রিয় জয়, 

কেমন আছিস? আশা করি কুশলে আছিস। ফিরে দেখা অতীতের স্মৃতির সরণি বেয়ে তোকে একটা ঘটনার কথা মনে করাতে চাই। মনে কি পড়ে তোর আমাদের স্কুলের প্রথম পিরিয়ডের সেই ঘটনা। ঘটনার ঘন ঘটায় শুধুই আমি আর তুই। আর সবাই তো হতচকিত দর্শক মাত্র। বুঝলাম তুইই আমার প্রিয় বন্ধু রে।


             বাংলা স্যার যেমন আমার প্রিয় ছিল তেমনই পছন্দের ছিল তাঁর বুক পকেটে থাকা লাল, নীল, কালো ও সবুজ রঙের কলমগুলো। স্বপ্ন পূরণ করতে আমিও কিনলাম ওইরকম কলমগুলো। প্রতিদিন নিয়ে আসতাম আর তোকে দেখাতাম। সেদিন হঠাৎ কি যে হলো তুইই আমায় দেখালি ওরকম কলমগুলো। কি ব্যাপার তোর ব্যাগে এই কলমগুলো ? 

স্যারকে বলতেই তুই ছড়ির আঘাত সহ্য করলি পিঠে, হাতে - পায়ে। কেন বললি না যে এই কলমগুলো তোরই? কেন সেদিন আমায়  ছড়ির আঘাত থেকে বাঁচালি ? কেন বললি না তোর মতো একই কলম আমিও কিনেছি? সত্যিই বুঝতে পারিনি তোরও একই স্বপ্ন শিক্ষক হওয়ার। বুঝতে পারিনি বন্ধুকে বাঁচাতে তুই একটাও কথা বললি না। 

              বাড়ি গিয়ে জানলাম মা আমার ব্যাগে কলমগুলো দিতে ভুলে গিয়েছিল। সত্যিই সেদিন ভীষণ কষ্ট হয়েছিল। ক্ষমা করতে পারিনি নিজেকে। তুই ক্ষমা করে দিয়েছিলি। সেদিনের পর থেকে তুই আমার আর আমি তোর আরও প্রিয় বন্ধু হয়ে উঠেছি।

                        ইতি

                    তোর পরম বন্ধু

                          শুভ

Post a Comment

Previous Post Next Post