সবুজ আলো জ্বললে তবে
এগিয়ে চলো পথে,
লাল আলোটা উঠলে জ্বলে
থামবে সাথে সাথে।
হেলমেটটা অবশ্যই মাথায় দাও
বাইক চালাতে গিয়ে
রাস্তা পারাপার করবে সদা
জেব্রা ক্রসিং দিয়ে।
মানতে হবে ট্রাফিক নিয়ম
আইন করেছে জারি,
চলতে পথে ভাঙলে আইন
ফাইন হবে ভারী।
Tags:
বাংলা ছড়া