চুল চুরি :: গোবিন্দ মোদক


 

কাকভোরেতে স্নান করবেন 

এই কথাটা ভেবে –

হালতুবাবু ঘুমাতে যান 

চুলেতে তেল মেখে!


দলে দলে পিঁপড়ে আসে 

তেলের গন্ধ পেয়ে –

বেশ করেই হালতুবাবুর 

মাথায় যায় ছেয়ে।


সুড়সুড়িতে হালতুবাবুর 

জব্বর ঘুম হয় –

ঘুমের থেকে জাগতে তার 

সকাল হয়ে যায়।


তড়িঘড়ি স্নান সারতে

হালতুবাবু যান –

সারা মাথা চুলবিহীন 

হঠাৎই টের পান!


আঁৎকে উঠে বোমকে গিয়ে 

এসে দেখেন ঘরে –

পিঁপড়ে মাথার চুলগুলো তার 

নিয়েছে চুরি করে!!


Post a Comment

Previous Post Next Post