মায়ের স্বপ্নভঙ্গ :: মিনতি সাগর মন্ডল


 

মা মাগো মা, 

আমার জনম দুঃখিনী মা ।

জীবনে কিছুই পেলে না

 জীবনে কিছুই পেলে না ....


আমায় পেটে ধরে,

গেলে দুঃখ করে

নিজের সুখ ভুলে,

স্নেহের দুয়ার খুলে ......


সন্তান মোহে পড়ে

দিয়েছিলে আদর ভরে.....

সকাল সন্ধ্যা লালনে পালনে 

বড় করেছিলে স্বপনে শয়নে.....


এখন কেটেছে বয়ঃসন্ধি ,

তোমাকে ভোলার ফন্দি 

মত্ত আজি নিজ সংসারে, 

সুখের জোয়ারে তোমাকে ছেড়ে.....


তোমার ত্যাগের রামাবলী, 

আমাকে করেছে বাহুবলী

চেতনা আজ বিবেকহীন

মানবিকতা মনুষ্যহীন ....


সত্যেরা ধুঁকছে ধুকপুক ,

মিথ্যায় ভরা  স্বর্গ সুখ

অন্যায়  সাবলীল সজীব 

আজ আমি নতুন সমাজের লেলিহান জীব......

Post a Comment

Previous Post Next Post