পাখি :: মঞ্জু নন্দ


 

শীতের দিনে চিড়িয়াখানায়,

 হাজার পাখির মেলা।

 পাখা মেলে উড়ছে তারা ,

খেলছে সারাবেলা ।


কিচির মিচির শব্দ শুনে, 

বাচ্চারা সব যায় যে ছুটে।

 নানা রকম খাবার পেলে,

 খায় যে তারা খুঁটে খুঁটে ।


ছোট বড় অনেক পাখি,

 রয়েছে মিলেমিশে ।

কেউ আবার মন ভরায়,

 মিষ্টি মধুর শিসে।


 টিয়া শুধুই ঝগড়া করে ,

চন্দনা গায় মিষ্টি গান ।

কাকাতুয়ার মিষ্টি কথা,

 শুনলে জোড়ায় সবার প্রাণ।


নাম না জানা অনেক পাখি,

 দেখতে খুবই সুন্দর ।

শিশুদের মন চায় শুধু,

 তাদের নিয়ে করতে আদর।

Post a Comment

Previous Post Next Post