সূর্যিমামা :: প্রকাশ চন্দ্র দে


 

সূর্যিমামা সূর্যিমামা 

রাগছো কেন তুমি?

তোমার রাগের প্রখর তাপে 

পুড়ছে দেখো ভূমি।

তোমার সাথে আড়ি আমার 

বলবো নাকো কথা।

উষ্ণতার তপনতাপে 

যাচ্ছে না যে টেকা।

কমবে যখন রাগটি তোমার 

বলবো আবার কথা।

সারা শরীর যায় যে জ্বলে 

পায় যে চরম ব্যথা।

Post a Comment

Previous Post Next Post