বিড়ালের ঝগড়া :: সুবীর কুমার ঘোষ


দুটো বিড়াল ঝগড়া করে,

গরর গরর রবে।

রাতের বেলা শুয়ে আছি,

ঘুম এসেছে সবে।


ঘুম যে আমার চটকে গেলো,

উঠে গেলাম তেড়ে।

বিড়াল দুটো ভয়ের চোটে,

দৌড়ে পালায় ঝেড়ে।


একটু পরে গরর শব্দ,

আরো বিকট সুরে।

বালতি করে জল ভরে, 

দিলাম গায়ে ছুঁড়ে।


ভিজে গিয়ে একসা হয়ে,

পালালো কোন খানে!

সারাটা রাত গরর শব্দ,

আসেনি আর কানে।

Post a Comment

Previous Post Next Post