আমার জীবনের এই আঘাত আমার কাছে মরণের সমান। আমি যেই আঘাত আমার নিজের আপনজনের কাছ থেকে পেয়েছি তা কোনদিন ভুলতে পারবো না। যতদিন বেঁচে থাকবো ততদিন প্রতিক্ষণে আমায় মনে করিয়ে দেবে। এমন কোনদিন যাইনি যে মনে পড়ে নি। আমি যখনই একা থাকি তখনই আমার সেদিনের সেই বলার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে আর আমার দুচোখ জলে ভরে যায় তখন ভাবি কেন ভগবান আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে। এর থেকে মৃত্যু মনে হয় শান্তির। যে আঘাত আমাকে পেতে হয়েছে সেটা আমার প্রাপ্য ছিল না কিন্তু যে ভাবে আমাকে অপমান করা হয়েছে তা কোন ভাবেই ভোলার নয়। জানিনা এমন কোন প্রলেপ আছে কিনা যা আমার ক্ষতস্থানে লাগালে একটু আরাম পেতাম। আমার যখন চোখের জলে দু নয়ন ভরে যায় তখন খুব ভয় হয়। ঈশ্বরকে স্মরণ করে বলি ওদের যেনো কোন ক্ষতি না হয়। ওদের যেনো ক্ষমা করে দেন। আমার এই কষ্টের চোখের জলে ওদের যেন কোন অনিষ্ট না হয়। আমি সত্যিই কোনদিন ওই আঘাত ভুলতে পারবো না। আমার সাথে যা বাজে ব্যবহার করছিল। আমি যতদিন বেঁচে থাকবো আমার ততদিন সব মনে থাকবে। আমি এত কষ্ট পেয়ে ও ওদের ক্ষমা করে দিয়েছি। ওরা খুব ভালো থাকুক। আমার নিজের কাছে একটাই প্রশ্ন আছে সত্যি কী এই আঘাতটা আমার প্রাপ্য ছিল? জানিনা কী অপরাধে এত বড় শাস্তি পেলাম। যা আমি কোনদিন কারো কে বলতে পারবো না। আমার হৃদয়ের এক কোণে গোপনে রেখে দিয়েছি।
Tags:
বাংলা গল্প

