চুপ করে বসলেই ঘুম পায়
পেট ভরে ভাত খেলে খিদে নাই!
ঘুমালে দু’চোখে কিছু দেখি না
পৌষ মাসে শীতে কাঁপি এই যা!
জল ছাড়া চলে নাকো তেষ্টায়
চা পেলে সেই সাথে টা-ও খাই!
রোগ খানা মোটামুটি এই হলো
ডাক্তার ওষুধ দিক, হোক ভালো!
ডাক্তার শুনে হাসেন ফিক্ ফিক্
“মনে হচ্ছে বলেছো সব ঠিক ঠিক!
তবে রোগ বেশ খট-মট জটিলেশ্বর
সাবধান না হলেই হবে গড়বড়!
সেজন্য ভেবেচিন্তে ওষুধ দেওয়া চাই
তবে ক্যাপসুল-ট্যাবলেটে কাজ নাই!
দিতে হবে ইঞ্জেকশন এক জোরালো
না হলেই রোগ হবে ঘোরালো!”
বড়ো সিরিঞ্জটা যেই আনেন ডাক্তার
রোগী অমনি এক ছুটে পগারপার!!
Tags:
বাংলা ছড়া

