প্রজাপতি :: মঞ্জু নন্দ


 

নানান রঙের প্রজাপতি,

 ফুলে ফুলে বেড়াস ঘুরে।

 কোথায় থাকিস রাতের বেলা,

 কোথায় তোদের বাসা ওরে?


 ফুলের বনে খাসরে মধু,

 নাচিয়ে দুটো ছোট্ট পাখা।

কি সুন্দর দেখতে তোরা 

কত মায়া আছে মাখা ।


মিষ্টি ওই নামটি তোদের,

কে দিয়েছে বল না শুনি।

দল বেঁধে আছিস যখন,

 দাঁড়িয়ে আমি তোদের গুনি।


মধু খাবি, মধু দেবো,

 যাসনে তোরা ফুলের কাছে।

 সবাই মিলে খেলবো মোরা,

 আয়না আমার কাছে।


 মা ডাকে খুকু বলে 

 বাবা বলে কুচু সোনা।

তোরা আমায় আদর করে, 

কি নামে ডাকবি বলনা।



Post a Comment

Previous Post Next Post