বসন্তের মধু মাসে সুন্দরবনের বাসিন্দারা বনবিবির পূজা করে জীবিকা নির্বাহের জন্য পরিবার ফেলে প্রানের ভয় তুচ্ছ করে মধু আহরণে গভীর জঙ্গলে চলে যায় ।তারই ভিত্তিতে আমার এই গান ।
প্রেমের মধু ছেড়ে এলাম,
খাঁটি মধুর সন্ধানে।
মোর পরাণ কাঁদে হৃদয় জ্বলে ,
বুক ভাসে চোখের জলে গো।
জেনে শুনে বিষ পান করি,
পেটের জ্বালা মেটাতে বন্ধু গো।
জীবন দানে পূজা করে ,
তার পরাণ কাঁদে মোর মরণ ভয়ে গো ।
প্রেমের মধু ছেড়ে এলাম ,
খাটি মধুর সন্ধানে।
প্রেমের মালা পরায় গলে ,
না ফেরার ভয়ে বুক কাঁপে গো ।
পূজার ফুল শুকায় যত ,
শুকায় বঁধূ অহোরাত্র।
ডুংরে কাঁদে, গুমড়ে মরে ,
দেহের জ্বালা, মনের জ্বালা মেটায় কে মরদ বিনে!
সকল জ্বালা সহ্য করে যেতেই হয় সুন্দরবনে সখি গো।
Tags:
বাংলা গান

