বছর তিনেক হল আমাদের মধ্যে কথা নেই।নেই কোনো সম্পর্ক।সেই টেলিফোনটাও আজ নির্বাক,নিশ্চুপ।মনে হয় সেও তার রিং এর অপেক্ষায় প্রহর গুনতে গুনতে আজ ক্লান্ত হয়ে পড়েছে। সেই ডাকপিয়নটাও আর দরজায় কড়া নাড়া দেয় না। পৌঁছায় না কোনো চিঠি। আর ওই যে ওই "তুমি" ডাক টা তো কালের স্রোতে কোথায় হারিয়ে গেছে।বয়স বাড়ার সাথে সাথে কাজের চাপে হয়তো তাকে আমি সময় দিতে পারিনি। পারিনি আমি তাকে তার মতন করে ভালোবাসতে । বোধহয় কোথাও যেন একটা ঘাটতি রয়ে গেছিল।সেই প্রথম আলাপ,প্রহরগুলো আজও হাতছানি দেয় আমার অন্তরে।হয়তো কথা বলা হয়নি বলে সম্পর্কের এই অবসান।হয়তো দেখা করা হয়নি বলে এই বিচ্ছেদ।এখন সবটাই একটা নির্বাক চলচ্চিত্র।
Tags:
বাংলা গল্প

