এখানে পিঞ্জর
নেই কোনও বাধাহীন প্রান্তর
ভ্রমরের গুঞ্জন
অথবা অস্তরাগের আলো
সূর্যালোক এখানে অসূর্যস্পর্শ্যা
তাই নিভু নিভু প্রদীপও
জ্বলে থাকে ভয়মাখা হয়ে
নিভে যাওয়ার অনিবার্য অপেক্ষায়;
একাকী এক তৃণ তবু জেগে থাকে
এককোণে
কোনও একদিন ফুল ফোটাবার
অনিবার্য বাসনায়।
এসো সাপলুডুর গল্প করা যাক
অন্তত কিছুক্ষণের জন্য!
============================
Tags:
বাংলা কবিতা
