অপচয় :: সমর আচার্য্য


 


যা কিছু আছে এই ভুবনে কিছুই তোমার নয়

হেলাফেলা করে সেই সম্পদ করো না অপচয়

ধন সম্পত্তি টাকা কড়ি,হলেও তোমার উপার্জিত

অকারণে নষ্ট করে তা, ভেবো না নিজেকে গর্বিত।


প্রকৃতি দিয়েছে কত শত ভান্ডার  ভোগের জন্যে

কেউ পায় সহজে,কারও তা পেতে, হতে হয় হন্যে

জল নদী বৃক্ষ লতা আলো বাতাস খনিজ সম্পদ

অকারণে করে অপচয়, ডেকো না নিজের বিপদ।


ভাগ্যগুণে পেয়েছো বলে ধন,হাজার রাশি রাশি

অমিতব্যয়ীর মতো করো না খরচ যেমন খুশি 

পৃথিবীর ধন সম্পদ নহে তোমার আমার একার 

ধনী দরিদ্র নির্বিশেষে সবারই আছে সমান অধিকার।


দুমুঠো ভাত একটুকরো বস্ত্রের জন্য কত অসহায় 

দোরে দোরে ঘুরে মরে , হয়ে কর্মহীন নিরুপায়

সবার বাড়তি খাবার, বস্ত্র,তুলে দিয়ে তাদের হাতে

অপচয় রোধ করে,এসো সবাই বাঁচি একসাথে।


অপ্রয়োজনে কিছু ব্যবহার করাকে-ই অপচয় বলে

হোক না সে প্রাকৃতিক  বা অর্জিত নিজ কর্ম ফলে

অপচয় করা মহা দোষ, এসো সবাই করি পরিহার

অপচয় মুক্ত সমাজ গড়ি, বন্ধ করে   অপ-ব্যবহার।

      

Post a Comment

Previous Post Next Post