বসন্ত এসে গেছে :: অনিরুদ্ধ ঘোষাল




শীতের স্পর্ধা নুইয়েছে মাথা

দখিনা হাওয়ার কাছে,

নব কিশলয় জানান দিয়েছে

বসন্ত এসে গেছে।


ফুলের বাগিচাজপসরা সাজায়

বাহারি গোলাপ হাসে,

বনজুঁই বেলি দোলনচাঁপার

বাতাসে সুবাস ভাসে।


নাতিশীতোষ্ণ আবহাওয়ায়

নানান ফুলের মেলায়,

ভাবনার পাখা আকাশ খোঁজে

মিষ্টি ফাগুন বেলায়।


শিমুল পলাশ আগুন ছড়ায়

কৃষ্ণচূড়ার শাখা,

অলির মাতন গুঞ্জরণে;

প্রজাপতি মেলে পাখা।


মধুসখা ডাকে আমলকি বনে

কুহু কুহু সুরে সুরে,

বসন্ত বাহার সুর তুলে যায়

রাখালিয়া বাঁশি দূরে।


প্রেমের ভরা কোটাল আসে

বসন্ত উৎসবে,

প্রেয়সী হৃদয় বর্ণালী রূপ

আবিরের বৈভবে।

Post a Comment

Previous Post Next Post