পাল্টায়নি শুধু তিলোত্তমা :: সুচেতা অধিকারী


 


আমার মনে ছেয়ে আছে হাজারো প্রশ্ন,হাজারো কথা,

কার কি হলো?কারোর কোনো সাহায্য লাগবে কিনা;

তা নিয়ে নেই কোনো মাথাব্যথা।

কি হবে ওসব নিয়ে ভেবে?

কোনো বিপদে পড়লে তারা কি আমার পাশে থাকবে?

কেউ আজকাল আর আগের মতো নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে,পাশে দাঁড়াতে পারেনা।

কি করেই বা পারবে?আজ যে দিনকাল,মানুষ,সমাজ সবই পাল্টেছে;

পাল্টায়নি শুধু জীবনের নানা অধ্যায়,দুঃখ,কষ্ট আর এই তিলোত্তমা।

মানুষ আবার যেদিন নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারবে,একে ওপরের বিপদে আপদে ছুটে আসতে পারবে,

সেদিন হয়ে উঠবে তারা প্রকৃত অর্থে "মানুষ"।

Post a Comment

Previous Post Next Post