লেখক পরিচিতি : সুকান্ত সেনগুপ্ত


 লেখক সুকান্ত সেনগুপ্তের স্থায়ী নিবাস বাঁকুড়া জেলার তিলুড়ী গ্রামে।পেশায় গ্রামীণ চিকিৎসক।২০১৯ সাল থেকে তিনি লেখালেখি শুরু করেন।কবিতা,ছড়া,প্রবন্ধ ছাড়াও গল্প,গান ও আঞ্চলিক ভাষা সংস্কৃতির লেখা,সবই লিখে চলেছেন নিয়মিত ভাবেই।দেশ ও বিদেশের প্রচুর পত্রপত্রিকা,সংকলন ও পাঠকের মনে সগৌরবে স্থান করে নিয়েছেন অতি অল্প সময়ের মধ্যেই।এর পূর্বে তাঁর স্বরচিত তিনটি বই প্রকাশিত হয়েছে।ঝামা ইঁটের মতো ভারী আঘাতেও ভেঙে না পড়ে কঠিন আত্মবিশ্বাস নিয়ে জীবনের উত্তাল সমুদ্রে কুশল নাবিকের মতো নৌকা বেয়েই যাচ্ছেন তিনি।





Post a Comment

Previous Post Next Post