দেশপ্রেম :: সুপ্রীতি বাগ


                    

জীবনটা সার্থক ভারতমাতার কোলে জন্মে;

দেশের জয়গান গাঁথা রয়েছে মর্মে মর্মে।

প্রিয় দেশকে নিজের ভেবে ভালোবেসে যাব,

স্বদেশ আমার ভারতবর্ষ,স্বদেশ আমার গর্ব।

দেশের জন্য প্রাণ দিয়েছেন কত শত জোয়ান,

তাঁদের জানাই সশ্রদ্ধ সম্মান আর শতকোটি প্রণাম।

জন্মেছি যখন এদেশে,এদেশেতেই মরব

সকলে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নত দেশ গড়ব।

তবে আজও একটা প্রশ্ন মনে দানা বাঁধে!

আমরা কী প্রকৃত স্বাধীন হয়েছি?

এখন তো আমরা ইংরেজদের শিকলে আবদ্ধ নেই

তবে কেন হিংসা, রেষারেষি,দাঙ্গা নিজেদের মধ্যেই?

একসময় স্বাধীনতা অর্জনের জন্য মায়ের কোল খালি হয়েছে

অনেক রক্ত অনেক ঘাম ঝরেছে,

আর আজ সম্পত্তির লোভে ভাই ভাইকে খুন করছে

ঘটা করে ১৫ ই আগস্ট পালন করি স্বাধীনতা

মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে থাকে না কোনো মানবতা।

নিজেরাই এখন নিজেদের করছি শাসন শোষণে ক্ষত

বৈষম্য নয় সাম্যতা ফিরুক তা ছিল অতীতের ব্রত

আসুন না মানসিকতা বদলাই জাতপাতের বিভেদ ভুলে,

প্রকৃত স্বাধীনতার মাথা ধরুন তুলে।

এখনও সময় আছে দুর্নীতি ছেড়ে দেশের হাল ধরো

সুনাগরিক হিসেবে দেশের ভালো করো।

Post a Comment

Previous Post Next Post