কল্পনা মিত্র লেখিকা পরিচিতি


 কল্পনা মিত্র ( জন্ম ১৯৫৮ ) : ছোট বেলা থেকেই তাঁর লেখার আগ্রহ মনে দানা বেঁধে ছিল। বিভিন্ন প্রতিকূলতা অনেক কিছু বদলে দিয়েছে ঠিকই, কিন্তু মধ্যবিত্ত পরিবারের পাহাড় সমান আবেগ তাঁর কলমকে থামিয়ে দিতে পারেনি।। স্বপ্ন দেখে ছেন রোজ লিখেছেন বাঁচিয়ে রাখার গল্প। ঠুনকো দিন যাপনের গ্লানি সাজিয়ে রাখবে এক একটা অপরাজিত কল্পনা মিত্রের মুখ। এই পর্যন্ত তাঁর লেখা " ভন্ড সন্ন্যাসী" ও " ভাগ্য নাওয়ের মাঝি " ও ছোটদের জন্য লেখা " ভয়ংকর দৈত্য পুরীতে একদিন " বইগুলো পাঠক মহলে সমাদৃত হয়েছে। বর্তমানে তাঁর লেখা বেশ কিছু ছোট গল্প নিয়ে নিয়মিত " অপরাজিত " ছোট গল্প সংকলন বিভিন্ন খন্ডে প্রকাশিত হচ্ছে। এছাড়া প্রকাশিত হতে চলেছে অনুগল্প সংকলন।।

Post a Comment

Previous Post Next Post