অন্ধ : অঞ্জলি দে নন্দী


 

মৃত্যু তো চিরাঅন্ধ।

না দেখেই করে দেয় আঁখি বন্ধ।

দৃষ্টি-যুক্ত জীবনের সঙ্গে

অন্ধ মৃত্যুর চির-দ্বন্দ্ব।

অন্ধত্ব নিয়ে মৃত্যু  ভুল করে, নানান রঙ্গে।

অকারণ অকাল মৃত্যু হয় তাই তো।

মৃত্যুর অন্ধত্বকে দৃষ্টি-যুক্ত করার 

কোনও পথই জানা নাই তো।

উপায়টি যে নাই প্রাণকে মৃত্যু-মুক্ত করার।

কেন যে মৃত্যু অন্ধ? হায়!

আশা করি যদি কোনদিনও মৃত্যু

নয়ন মেলে চায়।

দৃষ্টিহীনতা দূর করে, ওহে মৃত্যু!

শুদ্ধ দৃষ্টি নিয়ে জীবনকে দেখো!

বেঁচে থাকার কাছ থেকে কিছু তো শেখো।

অন্ধ হয়ে আর তুমি - ও মৃত্যু,

জীবনকে আর চির আঁধারে না রেখো!

Post a Comment

Previous Post Next Post