ভালোবেসেছি আমি তোমায়
আমার মনের অজান্তে।
তুমি বুঝতে পারোনি আমায়
থেকেছি আমি একান্তে।
তোমার জন্য যে ছিল আমার
অন্তরের ভালোবাসা।
জানতে পারোনি মনের কথা
ছিল অনেক আশা।
আমি ভালোবাসি বলতে চাই
পারিনি কখনো বলতে।
ভালোবাসা অনুভব করেছি
পারলাম না তা জানতে।
তোমার মুখের থেকে আমি যে
শুনতে চেয়েছিলাম।
তুমি আমায় খুব ভালোবাসো
জানতে চেয়েছিলাম।
ঠিকানা হীন চলেছি যে আমি
জানিনা কোন পথে।
তুমি এসে বলবে ভালোবাসি
দৃষ্টি আমার সে পথে।
প্রতি-মুহূর্তে চাইছি যে আমি
তোমায় আমার মনে।
দেখা হয় কথা হয় হয় না তো
মনের কথা গোপনে।
কাছে থেকেও তুমি জানতে
পারলে না, মনের কথা।
বোঝাতে চেয়েছি কত ভাবে
আমার মনের যে কথা।
Tags:
বাংলা কবিতা
