ছোটবেলার দিনগুলো আবার পেতাম যদি ফিরে,
মায়ের চোখের সপ্ন তখন থাকত আমায় ঘিরে।
ঘুমপাড়ানি গান গেয়ে মা ঘুম পাড়াতে আমায়,
আমার চোখ দুটি মা জুড়িয়ে যেত
তোমার ভালবাসার ছোঁয়াই।।
বড় হতাম আমি ধিরে ধিরে তোমার আঁচল তলে,
যত কান্না যেতাম ভুলে
মাগো তুমি কোলে তুলে নিলে ।।।
অন্যায় আর আবদার গুলি করতে তুমি পুরণ
তোমার কোলে মাথা রেখে শান্তি পেত মন।।।
লুকিয়ে থেকে তোমার ডাকে দিতাম নাকো সারা,,
চোখের আড়াল হলেই তুমি খুঁজতে সারাটা পাড়া।।
যত অভিমান থাকত মাগো সবই তোমার কাছে,,
এখন সেগুলি যে স্মৃতি হয়ে আছে বুকের মাঝে।।
আজ মা হয়েছি বুঝেছি আমি
পারবো না শোধ করতে তোমার ভালবাসার রিন
মা ছাড়া পৃথিবীটা হয়না কোনদিনই রঙিন।।।
Tags:
বাংলা কবিতা
