টিকটিকি : সুশান্ত মন্ডল



টিকটিকি টিকটিকি 

ডাকে টিক টিক, 

মুখে কিছু বললেই 

সাড়া দেবে ঠিক। 


ঘুরে ফেরে ঘরে ঘরে 

সিলিং এ, দেওয়ালে,

আহারেতে ওৎ পাতে

নিজের খেওয়ালে।


টিকটিকি টিকটিকি

ডাকে টিকটিক,

দেওয়ালের সাদা বালি

করে চিকচিক। 


কাঁচা ঘরে কালো হয়

পাকা ঘরে সাদা,

ছোঁয়া লেগে লেজ খসে

যেন মাটি কাঁদা। 


টিকটিকি টিকটিকি

টিক টিক ডাকে,

টিকটিকি টিকটিকি

সব ঘরে থাকে।

Post a Comment

Previous Post Next Post