আমি নারী... : সুপ্রীতি বাগ


 

কবি কাজী নজরুল ইসলামের ভাষায়

"বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর

অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর"

তবে আজও আমাকে ঘিরে সমালোচনার ঝড়

সমাজে কন্যা সন্তান জন্মালে অনেকের মুখ হয় ভার।

নিজের ইচ্ছেয় নয়,আমার জন্ম কালের প্রবাহে

বিধাতা নিপুণ হাতে গড়েছেন শ্রেষ্ঠত্বের আবহে।

সময় বদলেছে,বদলাতে হবে মানসিকতা,

নারী মানে শুধু অচলা,অবলা,গৃহমেধিনী নয়

নারীরা জানে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়।

আমি নারী...

আমি যেমন বাঁধতে পারি চুল,গাইতে পারি গান

আমি-ই পারি জন্ম দিতে ফুলের মতো প্রাণ।

আমি মহাকাশে যেতে পারি,হতে পারি সীমান্তের প্রহরী

কখনো কন্যা,কখনো প্রেমিকা,কখনো বধূ,কখনো মমতাময়ী,

হাজারো নামে ভূষিত হলেও,আমি একজন নারী।

রান্না থেকে রাষ্ট্রপরিচালনা সকল কাজ করি

পরিবারকে ভালোবাসায় বেঁধে রাখতে পারি

আমার পরিচয়,আমার গর্ব,আমি একজন নারী।

Post a Comment

Previous Post Next Post