সেদিনের ভালো লাগা ,
আজ ভালোবাসা মনে হয় ।
জানিনা কবে কেমনে ?
হবে দু'জনার পরিচয় ।
জানিনা তটিনীর তীরে গোপনে ,
না কি বিজন কাননে ?
বিলোল দৃষ্টিতে তোমার ,
হবে আমার পরাজয় ।
মনের স্বপ্ন আশা ,
সেদিন পাবে ভাষা ।
গোপন বাসনাগুলি ,
রবে না দুরাশা ।
সেদিন উরস কমলে ,
যদি অলির পরশ মেলে ,
জানিনা কি আবেশে তোমার ,
মুগ্ধ হবে এ হৃদয় ।
Tags:
বাংলা কবিতা
