সারমেয় উপাখ্যান : তনিমা ভট্টাচার্য্য


 


কেন করো এত অবহেলা ?

আমরা কি দেই শুধুই জ্বালা ?

যখন তখন মারছো ঢিল

কেউ বা আবার গরম জল

বিবেক শূন্য মানুষ তোমরা

হবে কি এতে ভালো ফল ?

তোমাদের মতো দেইনি পাশ

তবুও করিনা কারো সর্বনাশ

সারারাত জেগে দেই পাহাড়া

শব্দ পেলেই ঘেউ ঘেউ করে

জাগিয়ে তুলি সারা পাড়া

খিদে তৃষ্ণা আমাদের ও আছে

কথাটা কি আমরা বলছি মিছে ?

চাই শুধু মোরা একটু আশ্রয়

নাই বা দিলে অধিক প্রশ্রয়

বেঈমান কভু নইতো মোরা

আমরা হলাম প্রভুভক্ত

ভালোবাসতে করিনা কার্পন্য

তোমাদের মতো নই তো শক্ত

নিজেকে তোমরা বলো মানুষ

ভেবে বলোতো আছে কি হুঁশ ?

স্বার্থপরতা শুধুই শঠতা

চেনো তো তোমরা শুধু ই ঘুষ

আমরা জানি ভালোবাসতে

তোমরা ওস্তাদ বেইমানি তে

কপটতা কি জানিনা তো মোরা

ভালোবাসি দিয়ে জানপ্রাণ

হাসতে হাসতে দিতে পারি মোরা

প্রভুর জন্য এই পরান।

Post a Comment

Previous Post Next Post