এখানে জীবন আটকে আছে,
আমি তুমি আর যান্ত্রিকতার মাঝে।
এখানে সুখ নগদে কেনা বহু মুল্যে মেটাতে হয় দুঃখের দেনা।
আকাশ এখানে হেসে চলে যায়,জানলার ওধার দিয়ে।
সকালের আলো খেলা করে যায়,ঝুল বারান্দায় রাখা টবের গাছের সাথে।
জীবন এখানে আটকে আছে উচ্চতার নাগপাশে,
আমার তোমার সকাল এখানে দুপুর গড়িয়ে সন্ধ্যায়। ,ভোরের আলো রাতের বেশে মসকরা করে বিছানার পরে।
এখানে তুমি আর আমি সামনে দিয়ে ছুটে চলে গতি ময় গাড়ির সারি।
Tags:
বাংলা কবিতা
