সূর্য ডেবার সময় হলো
সুবর্ণরেখার আলতো ছোঁয়ায়,
আসবে বুঝি ঘোর অন্ধকার
ছায়া পড়বে না রাতের বিছানায়।
অযত্নে মুঠো করা এলোকেশ
ঐ কঠোর চোখের মরুভূমে,
বুকে কেবলই প্রাসাদ গড়ে
গগন বিদারিত তৃষ্ণার্ত আকাশ চুমে।
উঠুক না একটু ঝড়ো হাওয়া
মুছে যাক মনের সকল ভ্রান্তি,
এলোমেলো এই বেলাশেষে
মিটে যাক দেহ-মনের শ্রান্তি।
সময়ের দরজায় খটখটানি
কোন এক বেলায় পড়ন্ত বৈশাখে,
প্রাণের দোসরের সমস্ত কৌশল
বৃথা যায়,চেয়ে থাকে একে অপরকে ॥
Tags:
বাংলা কবিতা
