ওদের জন্য সবই ; অশোক কুমার পাইক


 


ওদের জন্য সবই আমাদের জন্যে কিছুই নেই

আমরা চিরকাল গরীব তিমির অন্ধকারে সেই,

আমাদের জীবনপ্রণালী ডুবন্ত জাহাজের মত

যুদ্ধে ক্ষতবিক্ষত পরাজিত সৈনিক সমান যত l

দৈনিক ব্যর্থতা এ জীবনের চরম মুহূর্তে মুহূর্তে,

উত্থান ও প্রগতির বৈভব অচিরেই বিনাশ গর্তে;

প্রতি ছন্দে ছন্দে দারিদ্রতা আর নিষ্ঠুর অভাব--

হৃদবৃন্তের কুঁড়িরা তপ্ত শিখায় নিঃস্তেজ স্বভাব !

ওদের অভিজাত্য, শৌর্যের শিখরে প্রজ্জ্বলিত,

কামনা বাসনা, অর্থ সম্পদে, চির আলোকিত ;

ওদের চলনবলন, ঠাটবাট, চিকন সাজসজ্জা

গরীবের নিষ্ক্রিয় রক্তসঞ্চালন শ্লথ অস্থিমজ্জা l

প্রেরণার দরবারে শ্রীলক্ষ্মীর আহ্বান অহেতুক

শূন্য ভাণ্ডারে আবির্ভূত গরীবদের দংশায় বুক,

শিক্ষা, স্বাস্থ্য, কৃষির অবনতি আর হস্তক্ষেপে

গরীবদেরই নামায় দৈন্যদশায় রক্তচক্ষু ঝেঁপে,

স্বতন্ত্র আর স্বাধীনতার মুখ্য দুয়ার সর্বদাই বন্ধ,

ক্ষমতার কুক্ষিগত ময়দানে ওদের বিচিত্র গন্ধ l

Post a Comment

Previous Post Next Post